...

ঢাকায় চলছে একুশে বই মেলা

Date: 15 Oct 2022
একুশে বইমেলা ২০২২ কোভিড -১৯ এর কারণে এর ঐতিহ্যগত ১লা ফেব্রুয়ারি উদ্বোধনের দিন থেকে স্থানান্তরিত হওয়ার পরে মঙ্গলবার শুরু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন ভেন্যুতে বইমেলা অনুষ্ঠিত হবে। এ বছর মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, কোভিড -১৯ পরিস্থিতি আরও ভাল হলে সময়কাল বাড়ানো হবে, সোমবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন। বাংলা একাডেমি সোমবার একেএসবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত ঘোষণা করে, যেখানে প্রতিমন্ত্রী ও একাডেমির কর্মকর্তারা মেলার বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যমের কাছে শেয়ার করেন। সংবাদ সম্মেলনে খালিদের পাশাপাশি বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর একুশে গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ উপস্থিত ছিলেন। গত বছরের মতো এবারও মঙ্গলবার গণভবন থেকে মেলার কার্যত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।